August 19, 2022, 4:53 pm

প্রত্যাবর্তনের পথে!

রাশিদা -য়ে আশরার(কবি ও সাহিত্য সম্পাদক)
দৈনিক পদ্মা সংবাদ।

প্রত্যাবর্তনের পথে- আমাদের আগামী এগিয়ে যাক,
এ পৃথিবীকে বাসযোগ্য করে দাও; বহু যুগের দাবি;
প্রকৃতির খেয়াল কখনো শান্তশিষ্ট- কখনো অগ্রগামী,
জীবনের টান পড়োন- ভাঙ্গা গড়ার সুনিপূণ খেলায়!

এ পান্থশালা সহজ-সরল কারো কারো জন্য কঠিন;
কেউ খুঁজে পায় শান্তি সুখের দিশা- কারো পথ গরল!
জীবন নামক রঙ্গমঞ্চ কেন ভরা নাটকীয়তায়?
করতে হয় প্রতিনিয়ত নাটক,সু অভিনেতার ভূমিকায়?
পায়ে পরাধীনতার শিকল- সামাজিকতার বন্ধন;
আছে অনেক নিয়ম নীতি, দায়দায়িত্ব, ঘর সংসার!

কেউ চলার পথে পথহারা লক্ষ ভ্রষ্ট, কিন্তু সকলেই
কি সম পাপী?
তবে হয়ে যাই কেন সবাই একযোগে ফেরারী আসামী?
কেন তবে সর্বসাকুল্যে সকলেই ভুলের মাশুল গুনি?
বন্যা জলোচ্ছ্বাস, মহামারী প্রকৃতির সঙ্গে নিত্য সংঘাত,
প্রতিকূল অবস্থায় কেউ হয়ে যায় ঘরছাড়া সর্বস্বান্ত;
কেউবা সাজানো সংসার, অথবা জীবনটা বরবাদ!
এভাবে কি বেঁচে থাকা যায়- সত্য ন্যায়ের পথ দেখাও,
ন্যুনতম মৌলিক চাহিদা ও বেঁচে থাকার দাও অধিকার,
অবহেলিত- হতদরিদ্র, অভাবগ্রস্ত অসহায়- কি মানুষ নয়?

আরও পড়ুন।
👉দর্শনা থানা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠিত

এই নিরানন্দ মনে একটু স্বস্তির প্রশ্রয় দাও,
শান্তি সুখের- আনন্দের ঠিকানা দাও;
খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের তোমার আশ্রয়-
প্রশ্রয় আর ক্ষমায় দোয়ায় চির উন্নত করে দাও!
মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের এই দাবি আমার ও আমাদের!
সত্যের হোক জয়- মিথ্যার ক্ষয় চূড়ান্ত পর্যায়,
আদিম যুগ হতে বহু যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মহাকাল…
তোমার অলীক মহিমায় অন্তহীন মন্দ সময় করো পার;
ইয়া আল্লাহ! গাফুরুর রাহিম! ইয়া রাব্বুল আলামিন!
২০২১

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :