March 23, 2023, 10:37 pm

প্রথমবারের মতো বিজিবির অস্ত্র চালনায় সেরা নাড়ী

অনলাইন ডেস্ক।
প্রথমবারের মতো বিজিবির ফায়ারিং বা অস্ত্র চালনায় সেরা হলেন হাসিনা আক্তার বিথি। বাহিনীর ৯৫তম রিক্রুট ব্যাচের বিথি’র এমন সাফল্য প্রশংসা কুড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবি ট্রেনিং সেন্টারের সমাপনীতে ভার্চুয়ালি যোগ দেয়া বিথির হাতে পুরস্কার তুলে দেন বিজিবি।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :