April 25, 2024, 3:44 pm

বরিশালের বাকেরগঞ্জে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনা সভা অনুষ্ঠিত হয়

এইচ এম রুবেল, বরিশাল জেলা প্রতিনিধি।।

বরিশাল বাকেরগঞ্জে ২০২২-২৩ অর্থবছরের মৎস্য অধিদপ্তরাদিন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনা সভা অনুষ্ঠিত হয়। গত ৩০-০৯-২০২২ ইংরেজি তারিখ  রোজ শুক্রবার । মোঃ মজিবর আহমেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা,  নাসির উদ্দিন এবং বাকেরগঞ্জ উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা তুষার চন্দ্র। এবং বিশেষ অতিথি হিসেবে আরও  উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক হাওলাদার। ও বাকেরগঞ্জ থানার ৪নং দুধল ইউনিয়ন শাখার ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,  মনিরুজ্জামান মনির,  বাকেরগঞ্জ থানার সরসী তদন্ত কেন্দ্রর ইনচার্জ তারেক হাসান রাসেল সহ প্রমুখ।

এদিকে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মৎস্য প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। তাছাড়া  দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে।  ইলিশ আহরণে বিরত থাকা জেলেদেরকে সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে। ইলিশ সম্পদ উন্নয়নে আওতায় সবাইকে সচেতন থাকতে হবে ।সেই সাথে  ঝাটকা ইলিশ ধরা যাবে না এবং বিক্রি করা যাবে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :