October 1, 2023, 3:47 pm

বাংলাদেশে গাড়ি উৎপাদন উৎসাহিত করা উচিত : দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেছেন, স্থানীয় অটোমোবাইল উৎপাদন শিল্পকে উৎসাহিত করা দরকার, যাতে বাংলাদেশ সেকেন্ড-হ্যান্ড গাড়ি আমদানি নির্ভরতা হ্রাস করে নিজস্ব গাড়ি তৈরি করতে পারে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুরের বঙ্গবন্ধু হাই-টেক পার্কে ফেয়ার টেকনোলজি-হুন্দাই কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, ‘দেশে তৈরি গাড়ি পরিবেশের জন্যও ভালো হবে। উন্নয়নশীল দেশ মঙ্গোলিয়া ও লাওসের মতো বাংলাদেশও পুরনো গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।’

প্ল্যান্ট পরিদর্শন শেষে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘এই গাড়ি তৈরির কারখানা বাংলাদেশ কীভাবে এলডিসি গ্রুপ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তার একটি অনন্য উদাহরণ।’ দেশে আরও বিনিয়োগ আকর্ষণে উন্নত কর ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ পরিবেশের আরও উন্নতির ওপর জোর দেন তিনি।

ফেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ফেয়ার টেকনোলজি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসিম দাইয়ান এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :