April 16, 2024, 3:03 pm

বীজ থেকে চারা হয়, চারা থেকে গাছ এটা মেয়েরাই প্রথম আবিষ্কার করেন

অনলাইন ডেস্ক।
সমাজবিজ্ঞানীদের গবেষণায় দেখা যায়, শিকারজীবি সমাজ ব্যাবস্থায় নারী পুরুষ সমান ছিলেন এবং সবাই সম্পদ সমানভাবে ভোগসহ আদি থেকেই তারা ঈশ্বরের অনুসন্ধান করতেন । তারা বৃহৎ আশ্চর্যকর কিছু দেখলেই তাকে ঈশ্বর গণ্য করতেন । যেহেতু মেয়েরা স্বতন্ত্র আরেকটি মানুষের জন্ম দিতে পারতেন তাই তাদের দেবী ভাবা হত । সেকারণেই শুরু হয়েছিল মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার । মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মেয়েরাই প্রথম করেন কৃষির আবিষ্কার ।
বীজ থেকে চারা হয়, চারা থেকে গাছ ; এটা মেয়েরাই প্রথম আবিষ্কার করেন । তারাই প্রথম চাষ করেছিলেন । পুরুষরা ছিলেন শিকারী ও সংগ্রাহক । কিন্তু তারা সবসময় খাদ্য সংগ্রহে সফল হতেন না । তারা কিছু আনতে পারুক বা না পারুক, মেয়েরা সবসময় পরিবারকে নিশ্চিতভাবে খাদ্য যোগান দিয়ে যেতেন । তাই তাদের খুব আদর ও সম্মান ছিল । কিন্তু যখন থেকে চাষের কাজে পশুকে লাগানো হল (আগে পশুর কাজটাও মেয়েরাই করত) তখন থেকেই পুরুষের আধিপত্যর শুরু । কারণ, পশুশিকার ও পশুপালন তাদের কাজ ছিল । তারা বলতে লাগলেন, ‘এটা আমার জমি । এটা আমার গাছ । এইভাবে ‘আমার’ সম্পত্তির সৃষ্টি হল । আমার সম্পত্তি, আমার নারী, আমার সন্তান ইত্যাদি ইত্যাদি । এই কৃষি ভিত্তিক সমাজের কারণেই উদ্বৃত্ত জমা এসেছে আর উদ্বৃত্ত জমাটার কারণেই এসেছে শ্রেণী । ফলে একদিকে যেমন সমাজে বৈষম্য সৃষ্টি হল, পাশাপাশি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থারও পরিবর্তন ঘটিয়ে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রবর্তন হল । এই পট পরিবর্তনের পিছনে বড় অবদান রাখেন ধর্মীয় গুরুরা । যদিও মেয়েরা এখনও চাষের কাজে আপাদমস্তক ডুবে থাকেন । কিন্তু চাষের কৃতিত্ব সব পুরুষের হয়ে যায় । লোকে বলেন ‘চাষী ভাই’ ; ‘চাষী বোন’ নয় ।
(সৌজন্যে)
হেনরিক হার্ডার
& David De Cartwright

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :