April 20, 2024, 12:40 am

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়লো রেললাইনে বসে মোবাইলে মশগুল তিন তরুণ

অনলাইন ডেস্ক।
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইলে মশগুল তিন তরুণ ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়।

শনিবার (২১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারের পুনিয়াউট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত তরুণ রিমঝিম (২০) জেলা শহরের সরকার পাড়া এলাকার মনজু মিয়ার ছেলে। আহত আরাফাত (২২) ওই এলাকার সোনা মিয়ার ছেলে ও দিপু মিয়া (২৫) বাদশা মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, রাতে পুনিয়াউট এলাকায় তিন তরুণ ঢাকাগামী রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। তারা ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি। এসময় তিনজনই ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই রিমঝিম মারা যান। অন্য দুইজন পা ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

আরও পড়ুন: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :