September 22, 2023, 8:13 pm

মধ্যবিত্তের জীবন!

রাশিদা- য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক, দৈনিক পদ্মা সংবাদ।

মধ্যবিত্তের মধ্য’ জীবন
উদরে ক্ষুধার্ত নেকড়ে-
অজস্র হায়েনার বাস;
এক লহমায় গ্রাস করে
সুখ-শান্তি, আশা-স্বপ্ন
ভালোবাসা সমস্ত!

মনের শিবিরে গভীর ক্ষত;
মহা প্রলয়ে ডানা ঝাপটায়
দুর্ভাগ্যের ঝড়!
নুন আনতে পান্তা ফুরোয়,
কপালে দুশ্চিন্তার ভাঁজ!

যুদ্ধ… যুদ্ধ. যুদ্ধ…
নিজের মনের সঙ্গে যুদ্ধ,
বেকারত্ব, দারিদ্রতা…
অস্বচ্ছল তার জন্য যুদ্ধ;
সীমাহীন অসহায়ত্বের যুদ্ধ,
শোষণ- বঞ্চনার বিরুদ্ধে
মহাযুদ্ধ অবিরাম!

পুঁজিবাদী সমাজ আরাম
আয়েশি জীবন যাপন
উচ্চবিত্তের নেই অন্ত,
জুয়া-নারী,মদ উন্মুক্ত;
বাড়ি গাড়ি,দামি শাড়ি,গহনা
রসনা বিলাসে মত্ত,
রেফ্রিজারেটরে বাহারি পদের
খাবার- হর হামেশাই নষ্ট!

মধ্যবিত্তের জীবনের হাল
নগদে খারাপ,
তবুও
মুখে লজ্জার আবরণ;
মধ্যবিত্তের ‘মধ্য’ অবস্থা থেকে
সাধ্য নেই উপরে ওঠা বা-
নিচে নামবার!

পৃথিবীতে আসা ভয়ানক
অভিশাপ;
আশা- আকাঙ্ক্ষা স্বপ্নগুলো
পারদের নেয় উঠানামা করে,
সর্বভুক প্রাণীর ন্যায় খায়
স্থান অস্তিত্ব!

অর্থ-বৃত্ত প্রাচুর্যের সরাই খানা
আধুনিক অস্থির এই সময়-
বিবর্ণ প্রজাপতির মতো রং হীন;
অর্থ ছাড়া জীবন নিরর্থক!

মধ্যবিত্তের মধ্য’ জীবন
বেঁচে থাকা-সরীসৃপ প্রাণীর ন্যায়;
বুকে ভর করে চলা…
বৃথাই সব নিষ্ফল আয়োজন!
২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :