May 15, 2021, 5:30 am

মসজিদে তারাবিতে মুসল্লির সংখ্যা বেঁধে দিয়েছে সরকার

অনলাইন ডেস্ক।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবারও রমজানে মসজিদে তারাবিতে মুসল্লির সংখ্যা বেঁধে দিয়েছে সরকার।
ধর্ম মন্ত্রণালয় সোমবার (১২ এপ্রিল) এক নির্দেশনায় জানিয়েছে, যে কোনো মসজিদে তারাবিতে খতিব, ইমাম ও হাফেজসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে বুধবার (১৪ এপ্রিল) বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে, তাহলে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে শুরু হবে তারাবি পড়া। মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটি সেই সিদ্ধান্ত জানাবে।
ধর্ম মন্ত্রণালয় নির্দেশনাগুলো হলো:-
মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন।
তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন।
জুমআর নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবেন।
স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আগামী ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা চলবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ:
BengaliEnglish