April 23, 2024, 8:35 pm

মহানবী (সা.)-এর রওজা দেখভালকারী অভিভাবক মারা গেছেন

ধর্ম ডেস্ক:
মহানবী হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক তথা পবিত্র কক্ষ দেখভাল করা প্রবীণতম অভিভাবক আগা হাবীব মুহাম্মদ আল আফারি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বিকেলে তিনি মারা যান বলে সৌদি কর্তৃপক্ষ জানায়। হারামাইন শরিফাইন এ তথ্য নিশ্চিত করে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, আগা হাবীব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি গত ৪০ বছরের বেশি সময় ধরে রওজা মুবারকের দেখভালকারী অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হারামাইন শরিফাইন ফেসবুক পোস্টে পবিত্র মসজিদে নববীর পক্ষ থেকে বলা হয়েছে, মদিনাস্থ মসজিদে নববীর দেখভালকারী প্রবীণতম অভিভাবকদের একজন আগা হাবীব যিনি আল্লাহর নির্দেশে মহানবী (সা.)-এর রওজা মুবারকের দায়িপ্রাপ্ত ছিলেন তিনি আজকে মারা গেছেন। মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

রওজা মুবারকে মহানবী হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের পাশাপাশি আবু বকর (রা.) ও উমর (রা.)-এর কবর রয়েছে। রওজা মুবারক মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে ডান পাশে অবস্থিত। মক্কার আল-হারাম মসজিদের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ এটি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :