May 15, 2021, 4:59 am

মুজিবনগর বিনা মূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণীর উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার” শ্লোগানে ২০২০-২১ অর্থবছরের খরিপ ১/২১-২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে মেহেরপুর মুজিবনগর উপজেলায় ১৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দোগে আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে বিনা মূল্যে বীজ ও সার তুলেদেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান ।
এসময় কৃষক প্রতি রোপা আউশ ধান প্রতি বিঘা জমির জন্য একজন কৃষক পেয়েছেন ৫ কেজি বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ও বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ‌‌‌ পরিচালক স্বপন কুমার খাঁ, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুর রহমান , উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান প্রমুখ।
উপসহকারি কৃষি অফিসারবৃন্দ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ:
BengaliEnglish