June 25, 2021, 5:30 pm

যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটারদের ১০ জনের মধ্যে আটজনই ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে

অনলাইন ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার মুসলিম ভোটারের ভূমিকা অন্যবারের চেয়ে বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। মুসলিমদের অধিকার রক্ষায় এবারের মার্কিন নির্বাচনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা বলছেন মার্কিন মুসলিম নেতারা। বলছেন, মুসলিম ভোটারদের ১০ জনের মধ্যে আটজনই ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দেবেন।
দেশটির প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, ২০১৬ সালের নির্বাচনে অনেক মুসলিম মার্কিনি ভোট না দিলেও এবারের ভোটকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে তারা। এবার ভোটের ফলাফলেও প্রায় সাড়ে ৩৪ লাখ মুসলিম ভোটারের ভূমিকা অন্যান্যবারের চেয়ে বেশি হতে পারে। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার খবরে এসব বলা হয়।
‘মাই মুসলিম ভোট’ ক্যাম্পেইনের কর্মী বেজা বুরকাক গণমাধ্যমকে বলেন, ‘এই ভোটে আমরা ইলহাম ওমর ও অন্য মুসলিম নেতাদের মার্কিন রাজনীতিতে উত্থান দেখতে চাই। মুসলিমদের ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো এবং ইসলামভীতির অপপ্রচার রুখতে চাই। তাই মুসলিমদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।’
মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির মুসলিম নেতা আবদুল আল সাইদ বলেন, ‘মুসলিমরা বিশ্বাস করে তাদের প্রকৃত আদর্শ যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক। মুসলিমরা চায় সবার সমান অধিকার নিশ্চিত হোক আমেরিকায়। আর এবার এমনটা প্রতিষ্ঠার জন্য আমরা ভোট দেব।’
সিএনএনের জরিপ বলছে, ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন গুরুত্বপূর্ণ সুইং স্টেট উইসকনসিন ও মিশিগানে বড় ব্যবধানে জয় পেতে পারেন। যদিও অ্যারিজোনা ও নর্থ ক্যারোলিনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, ‘আমেরিকায় অন্ধকার যুগ চলছে। শক্ত সময়টাকে শক্তভাবেই মোকাবিলা করতে চাই আমরা। মহামারি থেকে শুরু করে বর্ণবাদ, অসমতা, কর্মসংস্থানের সংকট আর আন্তর্জাতিক মন্দা দূর করতে সবাই ঐক্যবদ্ধভোবে জয়ের জন্য লড়াই করছি। পরিবর্তনের জন্য আমেরিকানরা এই সুযোগটাই চাইছিল।’
আর ডোনাল্ড ট্রাম্প শেষবেলার নির্বাচনী প্রচারে পেনসিলভানিয়ায় বলেন, ‘আমি বলব, ২০১৬ সালের নির্বাচনে যেমন বিশ্বে ঝাঁকুনি লেগেছিল, এবারের মঙ্গলবারটাও আমাদের হবে। আমরা যা চাইছি তার চেয়েও বড় কিছু হবে। এবারের নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা ইতিহাস তৈরি হবেই।’ সূত্র : আল জাজিরা, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ:
BengaliEnglish