March 23, 2023, 11:51 pm

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আগ্রহী নয় মিয়ানমার:আলজাজিরাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে বারবার কথা বলেছে, কিন্তু তাতে তারা আগ্রহী নয়। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু করেছিলাম। আমরা তাদের বলেছি, রোহিঙ্গারা আপনাদের দেশের নাগরিক। তাই তাদের মিয়ানমারেই ফেরত যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাতে তারা ইতিবাচক সাড়া দেয়নি। তারপরও আমরা মনে করি রোহিঙ্গাদের তাদের ঘরে এবং দেশেই ফেরতে যাওয়া উচিত।

জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম কনফারেন্সে যোগ দিতে ৪ মার্চ কাতারে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনফারেন্সের এক ফাঁকে আলজাজিরার সাংবাদিক নিক ক্লার্ক প্রধানমন্ত্রীর দীর্ঘ সাক্ষাৎকার নেন। মূলত রোহিঙ্গাদের নিয়ে শেখ হাসিনাকে নানান প্রশ্ন করেন নিক ক্লার্ক। সাক্ষাৎকারটির সংক্ষিপ্ত একটি অংশ প্রকাশ করা হয়েছে। পুরো সাক্ষাৎকারটি শনিবার (১১ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় সম্প্রচার করা হবে।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, (২০১৭ সালে) যখন রোহিঙ্গাদের ওপর নিপীড়ন শুরু হয়। তাদের গণহারে হত্যা ও ধর্ষণ করা হয়। তখন অবস্থায় আমরা রোহিঙ্গাদের পাশে দাঁড়াই। সীমান্ত খুলে দেই। সীমান্ত খুলে দিয়েই আমরা আমাদের দায়িত্ব শেষ করিনি। আমরা তাদের আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করি।

আন্তর্জাতিক সম্প্রদায় সম্পর্কে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ তৈরি করছে। কিন্তু তা প্রত্যাবাসনের জন্য যথেষ্ট নয়। অন্যদিকে রোহিঙ্গাদের এক জায়গায় রাখাও বেশ কঠিন। এ অবস্থায় আমরা তাদের ভাসানচরে আলাদা জায়গায় রাখার ব্যবস্থা করেছি। থাকার জন্য তা ভালো। সেখানে আমরা তাদের থাকার ও তাদের শিশুদের জন্য চমৎকার সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছি।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতিও ক্যাম্পে ফের আগুন লেগেছে। এসব আগুনে প্রায় ১২ হাজারের বেশি ঘর জ্বলে গেছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে রোহিঙ্গারা নিজেরা নিজেদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। তারা মাদক, অস্ত্র ও মানবপাচারে মতো অপরাধে জড়িয়ে পড়েছে। তাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের অবস্থাকে ভালো বলা যাবে।

অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে রোহিঙ্গা সমস্যার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ কমেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :