September 26, 2021, 4:11 pm

র‌্যাবের অভিযানে ১৭ ক্যান বিয়ার ও ০২ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার ১

দৈনিক পদ্মা সংবাদ, নিউজ ডেস্ক।
র‌্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক
ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও
মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়
অদ্য ১৯/০৯/২০২০ ইং তারিখ আনুমানিক ১৪.১০ ঘটিকার সময় গোপন সংবাদের
ভিত্তিতে জানা যায় যে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখন থানাধীন কাঠালতলী
(বটতলা তেমাথা) সাকিনস্থ জৈনক ফজলুল করিম এর টি-স্টলের সামনে কতিপয়
মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (বিয়ার ও বিদেশী মদ) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান
করিতেছে। এরুপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী
কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস
আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান
পরিচালনা করে একই তারিখ আনুমানিক ১৪.৪৫ ঘটিকার সময় নিম্মলিখিত মাদক
ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য বিয়ার ও বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ০১ জন-
১। মোঃ নয়ন শেখ (২১), পিতাঃ আওলাদ শেখ, মাতা- হাসিনা বেগম, সাং￾ইছাপুরা (৪নং ওয়ার্ড), থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ ।
বর্ণিত মাদক ব্যবসায়ীর নিকট হতে উদ্ধারকৃত মালামাল(ক) ০২ টি বিদেশী মদের বোতল (মদের পরিমান ২ লিটার) ।
খ) ১৭ ক্যান বিয়ার (বিয়ারে পরিমান ৫.৬ লিটার)
বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জের সিরাজদিখান সহ
আশেপাশের বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে মাদকদ্রব্যের (বিয়ার ও বিদেশী মদ)
ব্যবসা চালিয়ে আসছে এবং ধরণা করা হচ্ছে এর পেছনে একটি বড় মাদক
সিন্ডিকেটের সম্পৃক্ততা রয়েছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে
স্থানীয়দের নিকট হতে জানা যায়।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায়
মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ:
BengaliEnglish