July 1, 2022, 2:28 pm

লালপুরে বাস ও পিকাআপের সংঘর্ষে নিহত-২

লালপুর(নাটোর):
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় পিকাআপ এর চালক ও হেলপার নিহত হয়েছে।
আজ মঙ্গলবার রাত ১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার বনপাড়া-পাবনা সড়কে কদিমচিলান ক্লিকমোড় নামক স্থানে পঞ্চগড় থেকে বরিশাল গামী গোল্ডেন লাইন বাস ঢাকা মেট্রো ব১৪-৭৬৯০ ও টাঙ্গাইল গামী পিকাআপ ঢাকা মেট্রো ন ২৩-০৭৩৫ এর মুখামুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা হলো, টাঙ্গাইল সদর থানার বিল গারিন্দা গ্রামের রামজান আলীর ছেলে আপন মিয়া(২০)ও একই এলাকার বাশাইল পশ্চিমপাড়া গ্রামের হাজী মঞ্জুর ছেলে ও পিকআপের হেল্পার মোয়াজ্জেম(৩০)নিহত হয়। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিকআপের চালকের এবং নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলপারের মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে এই ঘটনায় আহতর কোন খবর পাওয়া যায়নি। ঘাতক বাস ও পিকআপ বনপাড়া হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :