April 19, 2024, 11:20 pm

শৈলকুপায় পান বরজে চুরির ঘটনায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কলা ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
শৈলকুপায় পান বরজে চুরির ঘটনায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে সাইদ বিশ্বাস(৫০) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে। এ ঘটনায় ১০ ব্যক্তি আহত হয় বলে জনা যায়। নিহত সাইদ বিশ্বাস কেষ্টপুর গ্রামের মৃত জাবেদ বিশ্বাসসের ছেলে। ১৩নং উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, গত বৃহস্পতিবার কেষ্টপুর গ্রামের দেব প্রসাদের পানের বরজে চুরির ঘটনায় এক ব্যক্তিকে জরিমানা করার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে সোমবার সকালে কেষ্টপুর গ্রামের তরিকুল নামের এক ব্যক্তি বিএলকে বাজারে তেল কিনতে আসলে তার উপর হামলা চালায় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাসসের সমর্থকরা। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল ৯টার দিকে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান সমর্থক ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাসসের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় আহত সাইদ বিশ্বাস, শরিফুল ইসলাম, রেজাউল বিশ্বাস, গোলাম কিবরিয়া, শরিফ, বকুল ইসমাইল সহ ১০ ব্যক্তি। আহতদের মধ্যে সাইদ বিশ্বাসসকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান ইউপি সদস্য আব্দুল মান্নান। ইউপি সদস্য মান্নানের অভিযোগ সোমবার সকালে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাস সমর্থক কেষ্টপুর গ্রামের হানিফ মন্ডল, লক্ষণদিয়া গ্রামের মতিউর রহমান, আমিন উদ্দিন, বেষ্টপুর গ্রামে আফজাল আনোয়ার বিএলকে বাজারে তরিকুল কে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত তরিকুলকে সাইদ সহ কয়েকজন তার বাড়িতে দেখতে গেলে পূনরায় অতর্কিত হামলা চালায় কপিল সমর্থকরা।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য কপিল বিশ্বাস বলেন, মান্নান সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা চালায়। এরপর সংঘর্ষের ঘটনা ঘটে।শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কেষ্টপুর গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে সাইদ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষকারীদের ধড়তে এলাকায় অভিযান শুরু হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :