April 19, 2024, 5:32 pm

বাগেরহাটে স্বাস্থ্যবিধি মেনে গ্রাম আদালতের কর্মসূচি বাস্তবায়ন

আশরাফুল ইসলাম বাগেরহাট সংবাদদাতা:
দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় আজ (১৮.০৮.২০২০ খ্রি. তারিখে) বাগেরহাট জেলার কচুয়া উপজেলা পরিষদ হলরুমে স্বাস্থ্যবিধি মেনে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীদের ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন ,মোঃ হাদিউজ্জামান, চেয়ারম্যান, কচুয়া সদর এবং জনাব এ্যাড, পংকজ কান্তি অধিকারী, চেয়ারম্যান, মঘিয়া ইউপি। কর্মশালায় আলোচ্য সূচি অনুযায়ী সেসন পরিচালনা করেন মহিতোষ কুমার রায়, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, বাগেরহাট এবং মোঃ অলিউল হাসানাত, জেলা সমন্বয়কারী, ওয়েভ ফাউন্ডেশন, বাগেরহাট। কর্মশালায় কচুয়া উপজেলার ৭ টি ইউনিয়ন থেকে মোট ২৪ জন অগ্রসরমান নারী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় বাগেরহাট জেলায় করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে গ্রাম আদালতের বিচারিক সেবা প্রদান করা হচ্ছে। প্রকল্পভুক্ত ৪২ টি ইউনিয়নে করোনাকালীন সময়ে অর্থাৎ এপ্রিল-জুলাই ২০২০ এই চার মাসে মোট ২৪৯ টি মামলা গ্রহণ করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে ২৮৭ টি মামলা গ্রাম আদালতের মাধ্যেমে নিষ্পত্তি করা হয়েছে। নিষ্পত্তিকৃত ২৩৭টি মামলার মধ্যে ২৩৭ টি মামলার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ১৬,১৭,১০০.০০ (ষোল লক্ষ সতের হাজার একশত) টাকা ক্ষতিপুরণ হিসেবে আদায় করে ক্ষতিগ্রস্থ পক্ষকে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :