April 24, 2024, 8:45 pm

শার্শার বাগআঁচড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

আরিফুজ্জামান আরিফ।

শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ২০২২-২০২৩ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বাগআঁচড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের সভাপতি চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের ক্ষেত্রে উন্মুক্ত বাজেট আলোচনা সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ করে গ্রামের উন্নয়নে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের রাজস্ব বাড়ানোর জন্যও তিনি সকলকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাধন কুমার গোস্বামী, উপজেলা যুবলীগের সদস্য শফিক মাহমুদ ধাবক, আওয়ামীলীগ নেতা আসাদুল ইসলাম মেম্বর বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি আব্দুর রফিক খোকন, শাহজাহান কবির বিশ্বাস, ইউনুস আলী, মোজাম গাজী মেম্বর, আব্দুল মালেক মেম্বর, মতিয়ার রহমান মেম্বর, কামরুল মেম্বর, জিয়াউর রহমান মেম্বর, শামীম মেম্বর, মাহমুদ কবির টিটো, আমিনুর রহমান সরদার, মতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, মিকাইল হোসেন, রফিকুল ইসলাম, তবিবর রহমান, সেলিম হোসেন, জাকারিয়া, আসমা খাতুন মেম্বর, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগ নেতা সাংবাদিক আসাদুজ্জামান নয়ন, আবু সাইদ ধাবক, মেহেদী হাসান, শিশির, মিন্টু, মামুন, তুহিন, ফয়সাল, বিপ্লব। বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটো, সাবেক যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম সরদার বাপ্পি, প্রচার সম্পাদক সজল ইসলাম, বাগআঁচড়া ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান শুভ, ছাত্রলীগ নেতা এবিএস রনি, খায়রুল আলম শান্ত, কামরুল ইসলাম, আজমাইন হোসেন রিয়াদ, সোহান, রাকিব, সজিব সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :