April 20, 2024, 4:39 pm

কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদক,।
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, কুয়েতের আমির বাংলাদেশ ও কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাষ্ট্র্রপতি কুয়েতের আমিরের রুহের মাগফিরাত কামনা করেন।
অসুস্থ হয়ে কুয়েতের হাসপাতালে কিছুদিন ভর্তি থাকার পর গত জুলাইয়ে উন্নত চিকিৎসার জন্য শেখ সাবাহ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে আল জাজিরা।
শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। আর প্রায় ৫০ বছর ধরে দেশটির পররাষ্ট্র নীতি তদারক করেছেন তিনি।
১৯৯০-৯১ সালে ইরাকের কুয়েত আগ্রাসনকে সমর্থন দেওয়া দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে ভূমিকার জন্য সাবাহ-কে বলা হত ‘আরব কূটনীতির ডিন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :