April 20, 2024, 4:04 pm

গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি ফের পেছালো

অনলাইন ডেস্ক।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
তবে পারেননি খালেদা জিয়া আদালতে না আসায় তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময় চেয়ে আবেদন করেন।
পরে ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম আগামী ৩ মার্চ শুনানির নতুন তারিখ দেন।
দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা। চার দলীয় জোট সরকারের নয় মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনকে সেখানে আসামি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :