April 20, 2024, 4:11 pm

ঝিনাইদহে অরণ্য কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
কথিত ‘অরণ্য কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন রানা কে গ্রেফতার ও সঞ্চয় ফিরে পাবার দাবিতে ফাউন্ডেশনের সদস্য ও প্রতারণার শিকার কর্মচারীরা ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। সকাল ১০টার দিকে শৈলকুপা উপজেলা পরিষদ রোডে তারা এ কর্মসূচী পালন করে ।সদস্যরা অভিযোগ করেন ফাউন্ডেশনের নামে প্রতারণা, অর্থ আত্মসাত ও জালিয়াতির আশ্রয় নিয়ে সমস্ত অফিস গুটিয়ে নেয়া হয়েছে। তারা পরিচালকের গ্রেফতার ও বিচার দাবি করেছে ।প্রসঙ্গত জলবায়ু পরিবর্তন রোধ ও সমাজসেবার নামে কথিত ‘অরণ্য কেয়ার ফাউন্ডেশন ঝিনাইদহের শৈলকুপা, হরিণাকুন্ডু সহ ৩ জেলা থেকে ৫ কোটি টাকার বেশী হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।গাছের চারা বিতরণ, সেলাই প্রশিক্ষন ও প্রশিক্ষন শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন আর স্বল্প সূদে দীর্ঘ মেয়াদী লোন এবং বয়স্ক ভাতার কথা বলে শুরু করে ইউনিয়নে ইউনিয়নে সদস্য সংগ্রহ আর সঞ্চয় নেয়া।এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট অফিসগুলি আইনগত ব্যবস্থা নিবে বলে জানিয়েছে। তবে এখনো অধোরা হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক সহ কর্মকর্তারা । উল্টো ফাউন্ডেশনের সদস্য ও কর্মচারীদের বিরুদ্ধে মামলার হুমকি ও অভিযোগ করছে নিবন্ধন বিহীন কথিত অরণ্য কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন রানা। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :