April 19, 2024, 3:44 am

ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং (অর্থ পাচার) মামলায় ডিআইজি মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। এর আগে ডিআইজি মিজানুরের পক্ষে তাঁর আইনজীবী আদালতে অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৩০ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানি জন্য দিন ধার্য করেন। এদিন অন্য আসামি মাহমুদুল হাসান জামিনের জন্য আবেদন করেন। পরে আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে দেন। এসময় মামলার পলাতক দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন না। গত ২ সেপ্টেম্বর মামলাটিতে পলাতক দুই আসামি ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমানকে আদালতে হাজির হতে পত্রিকায় যে বিজ্ঞপ্তি দেওয়া হয়, তা আদালতে দাখিল করা হয়। এরপর আদালত অভিযোগ গঠন শুনানির জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :