April 20, 2024, 5:24 pm

দর্শনার চুরি হওয়া সিন্দুক টাঙ্গাইলে রাস্তায় ফেলে যাওয়া তালাবদ্ধ অবস্থায় উদ্ধার

অনলাইন ডেস্ক।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় গোলচত্ত্বর এলাকা থেকে তালাবদ্ধ অবস্থায় একটি লোহার সিন্দুক উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় পাথাইলকান্দি রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে সিন্দুকটি উদ্ধার করে পুলিশ।
এছাড়া সেখান থেকে মাদারীপুর জেলার রাজৈর এলাকার মিলন স্বর্ণকারের একটি হিন্দু বিবাহের রেজিস্টারের ফটোকপি পাওয়া গেছে। তবে পুলিশের ধারনা লোহার সিন্দুকটি দর্শনা থেকে চুরি করে চোরচক্র সেখানে ফেলে গেছে।
অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, চোর চক্র লোহার সিন্দুকটি চুরি করে নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় গোলচত্ত্বর রেলক্রসিং সংলগ্ন এলাকার রাস্তায় ফেলে চলে যায়। সিন্দুকটি তালাবদ্ধ আছে।
তিনি আরও জানান, এছাড়া লোহার সিন্দুকের ওপর থেকে একটি হিন্দু বিবাহের রেজিস্টারের ফটোকপি পাওয়া গেছে। বিবাহের রেজিস্টারে মাদারীপুর জেলার রাজৈরের সাহাপাড়া গ্রামের দুলাল স্বর্ণকারের ছেলে মিলন স্বর্ণকারের নাম লেখা রয়েছে।
সিন্দুকের মালিককে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
সুত্র : বাংলাদেশ প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :