April 20, 2024, 6:14 am

কাজিপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭৪টি বৃক্ষরোপণ, দোয়া ও ভিডিও কনফারেন্স

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
বাঙ্গালী আশার বাতিঘর, বিশ্ব মানবতার অগ্রদূত বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে কাজিপুর উপজেলা ছাত্র লীগের উদ্যোগে ৭৪টি বৃক্ষ রোপণ কর্মসূচি ও দোয়া এবং ভিডিও কনফারেন্স।
সোমবার ২৮ সেপ্টেম্বর বাদ আসর উপজেলার সোনামুখী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেখ হাসিনার ৭৪তম
জন্মবার্ষিকী উপলক্ষে ৭৪টি বৃক্ষ রোপণ করেন উপজেলা ছাত্র লীগ।

পরে সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে,
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে ও মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর দোহিদ্রো, সদ্য প্র‍য়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের কৃতি সন্তান, সাবেক সাংসদ প্রকৌশলী তানভির শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সহ-প্রচার সম্পাদক শওকত আকবর,
সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার, ইউপি চেয়ারম্যান শাজাহান আলী।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী।
উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি বেলায়েত হোসেন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন পারভেজ।
সোনামুখী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
সকল নেত্রীবৃন্দের উপস্থিতিতে
দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল কুদ্দুস।
দোয়া শেষে তবারক বিতরণের মাধ্যমে উক্ত দোয়া ও বৃক্ষ রোপণ কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :