April 20, 2024, 11:46 am

নোবিপ্রবিতে জাতির পিতার ১০১ তম জন্মদিন উদযাপিত

নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (১৭
মার্চ ২০২১) সকাল ১০.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে জাতীয়
সংগীত পরিবেশন ও বেলুন উড়ানোর মাধ্যমে এবং কেক কেটে দিবসটির শুভ উদ্বোধন করে
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম এর পক্ষে নোবিপ্রবির
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। উল্লেখ্য করোনা পজেটিভ হওয়ায়
উপাচার্য নিজে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি। তবে তিনি দিবসটি উপলক্ষে জাতির
পিতার প্রতি সম্মান জ্ঞাপন পূর্বক বাণী প্রদান করেন। পরে নোবিপ্রবিতে এক বর্ণাঢ্য
র‌্যালি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিনের
নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ, ইনস্টিটিউট, বিভাগ, হল, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন,
কর্মচারীবৃন্দ এবং নোবিপ্রবির ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক
অর্পণ করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে পথ শিশুদের
নিয়ে “আমার বন্ধু রাশেদ” চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শন শেষে দুপুর
১২.৩০ মিনিটে পথ শিশুদের দুপুরের খাবারের আয়োজন করা হয়। বাদ যোহর নোবিপ্রবি
কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সবশেষে বীর মুক্তিযোদ্ধা হাজী
মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে পথ শিশুদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন
এবং জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষ্যে রাত ১২.০১ মিনিটে নোবিপ্রবির গোলচত্বরে
আতশবাজি উৎসবের আয়োজন করা হয় এবং বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত নোবিপ্রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :