April 20, 2024, 10:41 am

করোনাভাইরাসের কারনে পুলিশকে গরমেও পরতে হবে ফুলহাতা শার্ট

অনলাইন ডেস্ক।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গরমেও পুলিশ সদস্যদের ইউনিফর্ম হিসেবে ফুলহাতা শার্ট পরতে হবে।
মঙ্গলবার (৬ এপ্রিল) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ পুলিশের সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেয়া হয়।
গরমে সাধারণ পুলিশ সদস্যদের ইউনিফর্ম হিসেবে হাফহাতা শার্ট পরার চল রয়েছে। তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশ সদস্যদের আবারো ফুলহাতা শার্ট পরার আদেশ দেয়া হয়েছে।
এর আগে গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফ হাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশটি ১৬ মার্চ থেকে কার্যকর হয়।
নতুন আদেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন।
এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন।
তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফহাতা শার্ট পরার নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :