April 23, 2024, 4:43 pm

নোয়াখালীতে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করবেন দুই সাংসদ

মো:তাওহীদুল হক চৌধুরী,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করবেন নোয়াখালীর দুই সংসদ সদস্য। বৃহস্পতিবার নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নিজে বিষয়টি নিশ্চিত করেন। অপরদিকে চাটখিল উপজেলায় নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এএইচএম ইব্রাহীম চাটখিল উপজেলায় প্রথম করোনা টিকা গ্রহণ করবেন বলে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার মোস্তাক আহম্মেদ জানান। উল্লেখ্য যে, আগামী ৭ ফেব্রুয়ারী নোয়াখালীতে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন প্রদান শুরু হবে। সে লক্ষ্যে গত ৩১ জানুয়ারী প্রথম ধাপে নোয়াখালীতে এক লক্ষ চার হাজার ডোজ ভ্যাকসিন এসে পৌঁছে।
নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারী নোয়াখালীতে ১০টি বুথের মাধ্যমে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। সে লক্ষ্যে ২৭টি প্রশিক্ষিত টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও প্রতি উপজেলায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি বুথ করোনা ভ্যাকসিন প্রদান করবে। সূত্রে আরো জানানো হয়েছে, ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে প্রথমে সমাজের ফ্রন্ট ফাইটার হিসেবে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক ও মুক্তিযোদ্ধারা করোনার টিকা গ্রহণ করবেন। এরপর সাধারণ মানুষদের দেয়া হবে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. ইফতেখার মাসুম জানান, জেলায় প্রথম ব্যক্তি হিসেবে একরামুল করিম চৌধুরী করোনার টিকা গ্রহণের মধ্যে দিয়ে ভ্যাকসিন প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর কারা কারা টিকা গ্রহণ করবেন তারও একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :