আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার খালিশপুর বাস ষ্টান্ডে ঢাকাগামী পরিবহনের সাথে ধাক্কা খেয়ে এক পথচারী নিহত হয়েছে। নিহত চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার আব্দুল হামিদের পুত্র মামুনুর রশিদ (৩০)।অপরদিকে উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের জানলা কাটা ব্রীজের পাশে গরু বোঝায় একটি পিকাপ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ঝিনাইদহ সদরের হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের পুত্র সবুজ হোসেন (৩২)। এ সময় গাড়ীতে থাকা দুইটি গরু মারা গেছে।এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খালিশপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় মামুনুর রশিদ নামের একজন মারা গেছে যার লাশ মহেশপুর থানায় আছে ও সেজিয়া এলাকায় ঝিনাইদহের এক জন গরু ব্যবসায়ী মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :