চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে জেলা ডায়াবেটিক হাসপাতাল থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন তেলওয়াত আকসিজুল ইসলাম রতন। বক্তব্য রাখেন
সমিতির সাধারণ সম্পাদক মহা. শামশুজ্জোহা, সৈয়দ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শাহান, ওয়াহেদুজ্জামান বুলা প্রমুখ।
বক্তারা বলেন, ডায়াবেটিস রোগ নয়,কিন্ত সকল রোগের বিস্তার ঘটাতে ভুমিকা রাখে। অথচ, নিজের প্রতি একটু যত্নশীল হলে আমরা ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পেতে পারি। এজন্য শৃঙ্খলা চলতে হবে।।
Leave a Reply