মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার।।
‘ডায়াবেটিস-সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই’ এ শ্লোগানকে সামনে রেখে কোটচাঁদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
কোটচাঁদপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে সমিতির সভাপতি জনাব আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে শনিবার সকালে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আব্দুর রশিদ, বিশেষ অতিথি আর এম ও ডাঃ ফারুক হোসাইন, এছাড়া আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর ডায়াবেটিক সমিতির সহসভাপতি জনাব বদরুজ্জোহা লাবু, কায্যনির্বাহী সদস্য জনাব মনিরুল ইসলাম মুন্না, সদস্য জনাব খাজা সামাদুল্লাহ টুটুলসহ আরও সদস্যগন। এসময় বক্তারা ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে করোনার মাঝেও স্বাস্থ্য বিধি মেনে শরীরচর্চার পাশাপাশি শৃঙ্খলা মানতে সকলের প্রতি আহবান জানান।।
Leave a Reply