মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহ জেলার পুলিশ লাইনে বিশেষ কল্যান সভায় কোটচাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই (নিরস্ত্র) আব্দুল মান্নান কে ভালো কাজের
(সাজা গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য)
স্বীকৃতি স্বরুপ নগদ অর্থ প্রদান করেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।
রোববার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইনস ড্রিল সেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) ড. হাসান উল হায়দার।
সাজা গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য) মামলা ও সর্বাধিক মামলা প্রদানের জন্য উত্তম অফিসার হিসাবে পুরস্কৃত হন তিনি।
এ বিষয়ে (সেকেন্ড অফিসার) এসআই (নিরস্ত্র) আঃ মান্নান বলেন, পুলিশ সুপার স্যার কর্তৃক উত্তম কাজের এই স্বীকৃতি আগামী দিনে আরো ভাল কাজ করতে আমাকে অনুপ্রোণিত করবে।
এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ভাল কাজ করার ফলে সেকেন্ড অফিসার এসআই (নিরস্ত্র) আঃমান্নান কে সেরা পুরষ্কৃত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম প্রমুখ।।
Leave a Reply