আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদায়ের আগে ইরাক-আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক।
বিদায়ের আগে ইরাক ও আফগানিস্তান থেকে আরও মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন মিডিয়ায় এই খবর প্রকাশ করা হয়েছে।
পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তান থেকে আগামী মধ্য জানুয়ারি নাগাদ সেনাসংখ্যা প্রায় ৫ হাজার থেকে ২ হাজার ৫শ’ তে নামিয়ে আনা হবে। আর ইরাকে সেনাসংখ্যা ৩ হাজার থেকে কমিয়ে করা হবে ২ হাজার ৫শ।
২০০১ সালে আফগানিস্তানে ও ২০০৩ সালে ইরাকে হামলা করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। তারপর থেকে দুই দেশে দীর্ঘমেয়াদি যুদ্ধ করে যুক্তরাষ্ট্র।
একপর্যায়ে এ দুটি দেশে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেও চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি ওয়াশিংটন।
বর্তমানে আফগানিস্তানে পাঁচ হাজার ও ইরাকে তিন হাজার মার্কিন সেনা রয়েছে। দেশ দুটিতে আড়াই হাজার করে সেনা রাখার উদ্যোগ নিচ্ছেন বিদায়ী ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :