কোটচাঁদপুরে প্রতিবেশীর হামলায় এক কৃষকের মৃত্যু

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাতো ভাগ্নের হামলায় মামা বদর উদ্দিন বুদো (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বলুহর গ্রামের প্রজেক্টপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন বুদো ওই গ্রামের মৃত সোবাহান মোল্লার ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী চাচাতো ভাগ্নে জিয়া মোল্লা নিজ বাড়ির বাইরে ধান মাড়াই করছিল। ধান মাড়াইয়ে ধুলো মামা বুদোর বাড়িতে গেলে ভাগ্নে জিয়ার সাথে বাক-বিতর্ক হয়।
এক পর্যায়ে জিয়া ও তার পরিবারের লোকজন বুদোকে লাথি, কিল-ঘুষি, চড় থাপ্পড় মারে। এতে বুদো অসুস্থ হয়ে গেলে তাকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হলে যশোর যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে ও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে বলে জানান কোটচাঁদপুরে থানার ওসি।