আজ ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান করোনায় মারা গেছেন

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
করোনা আক্রান্ত হয়ে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
করোনা পজিটিভ হওয়ার পর মুনীরুজ্জামান মুগদা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। গতকাল হঠাৎ করে আবার তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে তিনি মারা যান।
তবে তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।
জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনীরুজ্জামানের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
মুনীরুজ্জামানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন তিনি। এর আগে তিনি ছাত্র ও শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :