নিজস্ব প্রতিবেদক।
দর্শনা আমতলা মিজান ফার্মেসীর সামনে হরিজন সম্প্রদায়ের উনি নামক এক মহিলার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।
আজ ২৪ নভেম্বর বেলা ১২:৩০ মিনিটে এ ঘটনা ঘটে। যানা গেছে হরিজন সম্প্রদায়ের উনি নামক মহিলা দর্শনা আমতলা মিজান ফার্মেসীর সামনে পান নেয়ার উদ্দেশ্যে আসে,সামনে থেকে ট্রাক উনির দেহের অর্ধেক অংশ পিষ্ট করে ট্রাক পালিয়ে যায়। খবর পেয়ে দর্শনা থানার শেখ মাহাবুবুর রহমান সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে।
বিস্তারিত আসিতেছে……
Leave a Reply