আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহের মহেশপুরে করোনায় এক মহিলার মৃত্যু

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহে করোনা ভাইরাসে মনোয়ারা খাতুন (৬৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।তিনি জেলার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নিমতলা গ্রামের আবুল কাসেম মাস্টারের স্ত্রী।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান,মনোয়ারা খাতুনের শারিরীক অসুস্থতা দেখা দিলে গত ১৯ নভেম্বর যশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।
বৃহস্পতিবার মনোয়ারা খাতুন হাসপাতাল থেকে বাড়ি চলে আসেন। বাড়ি এসে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন।
ইসলামিক ফাউন্ডেশন জেলা প্রশাসক ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা নিয়ে লাশ দাফন করে।লাশ দাফনে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার কামরুল হাচান।
উল্লেখ্য ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি এ পর্যন্ত ৬৩ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :