আজ ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলভুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন। শুক্রবার রাতে চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতির কার্য্যলয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়।এতে বঙ্গবন্ধু আওয়ামী ও সমমনা পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবি পরিষদ নির্বাচনে প্রতিদ্বিন্দিতা করে। জেলা আইনজীবি সমিতির নির্বাচনের আহবায়ক আব্দুর রশীদ চৌধুরি জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়ে রাতে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।এবছর ভোটার সংখ্যা ১৭৫ জন।

একনজরে , চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতি নির্বাচন ২০২১ এ বঙ্গবন্ধু আওয়ামী ও সমমনা পরিষদের নির্বাচিতরা হলেন সভাপতি পদে আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক পদে তালিম হোসেন, সহ-সভাপতি পদে কাইজার হোসেন জোয়ার্দ্দার, যুগ্ন সাধারণ সম্পাদক পদে আসলাম উদ্দিন। সদস্য পদে নির্বাচিতরা হলেন আমজাদ হোসেন, মালিক আমানুর রহমান, নাসিম উদ্দিন, সাজ্জাত হোসেন রকি, তুহিন আহমেদ, নাজমুল আহসান ও শরিফুল ইসলাম। জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদের নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে আব্দুল খালেক, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মাসুদ পারভেজ রাসেল, সদস্য পদে আসাদুজ্জামান মিল্টন ও শাহিন আখতার। এছাড়া সাধারণ সম্পাদক পদে খন্দকার অহিদুল আলম পরাজিত হন।নবনির্বাচিত কমিটি ২০২১ সাল থেকে চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতির দায়িত্ব পালন করবে।চুয়াডাঙ্গা আইনজীবি সমিতির নির্বাচনে আহবায়ক হিসাবে আব্দুর রশীদ চৌধুরি নির্বাচন পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :