আব্দুর রহমান অনিক।।
আজ রোববার দুপুর ১ ঘটিকার দিকে দর্শনা পৌরসভায় দর্শনা পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান কে ফুলের তোড়া দিয়ে তাঁকে অভিনন্দন জানান পৌর সার্ভিস এসােসিয়শনের নবাগত কমিটির সদস্যবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌর সচিব মনিরুজ জামান শিকদার, দর্শনা পৌরসভার কর নির্ধারক সরওয়ার হােসেন,অফিস প্রধান সহকারী রুহুল আমিন,দর্শনা সার্ভিস এসােসিয়শনের নবাগত সভাপতি, আরিফিন হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আব্দুর রাজ্জাক , আওলাদ হােসেন, মমিনুল ইসলাম , জাহিদুল ইসলাম , ইউনুছ আলী , আব্দুল মজিদ, শফিকুল ইসলাম , শহিদুল ইসলাম , গােলাম কিবরিয়া , ইনতাজ আলী সহ প্রমুখ।
দর্শনা পৌরসভা সার্ভিস এসােসিয়শনের সাধারণ সভা গত ২৬ শে নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় পৌর কর শাখায় অনুষ্ঠিত হয়। দর্শনা পৌরসভার কর নির্ধারক সরওয়ার হােসেনের সভাপতিত্বে আলােচনা সভায় সিলেকশনের মাধ্যমে আগামী ২ বছরের জন্য দর্শনা পৌরসভার সার্ভিস এসােসিয়শনের সভাপতি হিসাবে আরিফিন হােসেন ও সাধারণ সম্পাদক
হারুন অর রশিদসহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।।
Leave a Reply