কুষ্টিয়া ভেড়ামারায় পুকুর থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়ার ভেড়ামারায় শিশু নিখোঁজের এক দিন পর পুকুরে ভেসে উঠল লাশ। পরে মিম খাতুন (৭) নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহির মোড় এলাকার মুসা নামে এক ব্যক্তির পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিম ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার মদন আলীর মেয়ে। জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, সোমবার সকালে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় মিম খাতুন। তারপর থেকে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকাজুড়ে মাইকিং করেন। মঙ্গলবার পার্শ্ববর্তী মুসার পুকুরে স্থানীয়রা মিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ভেড়ামারা থানার ওসি শাহজালাল জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুকুরের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।