মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
বিগত পাঁচ বছরে কাজিপুর পৌরসভার নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন চাইলেন বর্তমান মেয়র হাজী নিজাম উদ্দিন।
কাজিপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী নিজাম বুধবার (২ ডিসেম্বর) দুপুরে পৌর মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন। তিনি বলেন, এ পর্যন্ত কাজিপুর পৌরসভায় প্রায় সায়ত্রিশ কোটি টাকার উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে। আরও একশ কোটি টাকার প্রকল্প কয়েকদিনের মধ্যেই পাশ হবে। সুতরাং এই চলমান উন্নয়ন কর্মকান্ড শেষ করতে দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন চাইছি। এসময় তিনি দৃশ্যমান বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উল্লেখ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান , প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম এবং বর্তমান এমপি তানভীর শাকিল জয়ের নির্দেশনাকে গুরুত্ব দিয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে পৌর সভার উন্নয়ন কাজ করেছি। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কাজিপুর পৌরসভাকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাবো ইনশা আল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন কমিশনার নজরুল ইসলাম মন্টু, সোহেল রানা ও তাছির উদ্দিন তাসু।
Leave a Reply