আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে জামাই ও শশুড় দু'গ্রুপের সংঘর্ষে ১৫ আহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় আওয়ামীলীগের দুইগ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপে অন্তত ১৫ আহত হয়েছে। জানাগেছে দুগ্রপের নেতৃত্বদেন জামাই ও শশুড়। উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজার মসজিদের কমিটিকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের বিবাদ চলে আসছিল। মসজিদ ফান্ডের টাকা পয়সার সঠিক ব্যবহার, অবকাঠামো উন্নয়ন ও কমিটির সদস্যদের মাঝে প্রভাব বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মকবুল হোসেন ও সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেনের কর্মী সমর্থকেরা শুক্রবার সকালের দিকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়গ্রুপে অন্তত ১৫ জন আহত হয়েছে। আলমডাঙ্গা বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পরিস্থিতি স্বাভাবিক আছে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :