আরিফুজ্জামান আরিফ।। বেনাপোল সীমান্তের নারায়ণপুর গ্রামের
দক্ষিণপাড়ার একটি বাঁশ বাগানের ভিতর
থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় বোমা তৈরির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই চম্পা জানান, সোমবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন খবরে জানা যায়, কয়েকজন দুষ্কৃতকারী বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের দক্ষিণপাড়ার একটি বাঁশ বাগানের ভিতর বোমা তৈরি করছে।
এমন সংবাদে এসআই রোকনুজজামান সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমা ৩টি উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ফেলে দূষ্কৃতকারী পালিয়ে যায় বলে তিনি জানান।
Leave a Reply