রুদ্র অয়ন এর কবিতা
একাকী একজন
কত দিন দেখিনা তোমায়
তুমিও আর রাখোনা
কোনও খোঁজ।
মাঝে মাঝে বড় রংহীন লাগে
রঙিন এই জগতটাকে!
ছুঁয়ে যায়না আর
হৃদয়ের ক্যানভাসে
পূর্ণিমা চাঁদের আলো।
আমি বহুদিন একা একা।
দেখা হয়না আর
গোধূলি বেলার রং
দেখা হয়না আর
সবুজ প্রকৃতি।
নিজেকে বড় বিবর্ণ লাগে
আজকাল।
বহুদিন রাঙেনি
আমার বিকেল,
শত সহস্র দিন
আমার কেটেছে একা একা।
আমি বহুদিন দেখিনা তোমায়
তুমি একবারও রাখোনি খোঁজ।
গোধূলি আকাশে
ভেসে যাওয়া মেঘের মত
আমি হয়েছি যাযাবর!
কতদিন আমি
পাইনা তোমায় স্পর্শ
শুধু রেখো গেছো
স্মৃতিময় কষ্টের যত আয়োজন!
আমি বহুদিন
স্পর্শ পাইনা তোমার!
বহুদিন আমি একা একা।
Leave a Reply