আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এমপির ভাতিজাসহ দুই মাদক কারবারী র‌্যাবের হাতে আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালিয়ে একশ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার নিশ্চিন্তপুর (মধুগঞ্জ) এলাকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের আপন ভাই মৃত ওবাইদুল ইসলামের ছেলে নিহাল হাসনাইন লিপু (৩৪) ও ফয়লা মাষ্টারপাড়া এলাকার স্বপন দাসের ছেলে সমীত দাস বাবু (৩২)। সিপিসি-২, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এক ই-মেইল বার্তায় জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিশ্চিন্তপুর শ্মশান সংলগ্ন লিপুর হলুদের চাতালের একটি ঘর থেকে একশ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল সেট, ১০টি সীম কার্ড ও নগদ ১৫ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের একটি সুত্র জানায়, কালীগঞ্জ এলাকায় জনপ্রতিনিধিদের আত্মীয় স্বজনরা মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে। ইতিপুর্বে বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালামের স্বজনদের আটক করেছিল র‌্যাব।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :