আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোল দিয়ে সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন বিজিবি’র সাত সদস্যের প্রতিনিধি দল

আরিফুজ্জামান আরিফ।।ভারতে ৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উপ-মহাপরিচালক যশোর রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন।
বুধবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা ভারতে প্রবেশ করেছেন।
বিজিবির ৭ সদস্যের নেতৃত্বে রয়েছেন যশোর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জাকির হোসেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ফেরদৌস হাসান টিটু, রংপুর রিজিয়নের নোডাল অফিসার লে. কর্নেল মাহাবুবুর রহমান খান, যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, দক্ষিণ এশিয়া-১ প্রতিনিধি পূর্বাঞ্চল বিষয়ক বাংলাদেশ মন্ত্রণালয় সহকারী সচিব রহমত আলী এবং স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের জন সুরক্ষা বিভাগের উপ-সচিব শামিম হাসান।
বেনাপোল চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আরশাফ হোসেন জানান, কলকাতায় ৩দিন ব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন।
আগামী শুক্রবার প্রতিনিধি দলটি দেশে ফিরবেন। সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র-বিস্ফোরক ও নারী-শিশু পাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :