চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
আসন্ন প্রথম ধাপের পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ ।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত প্রতীক বরাদ্দের কার্যক্রম চলে।
এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে পৌর এলাকায় শুরু হয়েছে প্রচারনার প্রস্তুতি,ছাপাখানাগুলোতেও ভিড় পড়ে গেছে। মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা ছোট ছোট লিফলেট হাতে তাদের নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন মার্কা জানান দেয়ার জন্য। এবারের চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । এরমধ্য বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত জাহাঙ্গীর আলম (নৌকা),বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সিরাজুল ইসলাম মনি (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত তুষার ইমরান (হাত পাখা),স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ মাসরেকী (কম্পিউটার), মজিবুল হক মালিক (মোবাইল ফোন), মনিবুল হাসান (নারিকেল গাছ) ও সৈয়দ ফারুক উদ্দিন (জগ),
এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডে যারা প্রতীক পেয়েছেন ১ নম্বর ওয়ার্ডে চাঁদনী খাতুন (অটোরিক্সা), নাসরিন পারভিন (জবা ফুল), শাহিনা আক্তার (চশমা) ও সুফিয়া খাতুন (আনারস), ২নম্বর ওয়ার্ডে বিলকিস নাহার (চশমা), হাসিমা খাতুন (টেলিফোন) ও সুলতানা আঞ্জু (আনারস), ৩ নম্বর ওয়ার্ডে আন্না খাতুন (আনারস), জাহানারা খাতুন (আংটি), শেফালী খাতুন ( চশমা), শাহানা খাতুন (টেলিফোন), মোমেনা খাতুন (জবা ফুল) ও জাহানারা বেগম (অটোরিক্সা)।
কাউন্সিলর পদে প্রতীক পেয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন (ব্রিজ), আব্দুল মালেক (উটপাখি), গোলজার হোসেন পিন্টু (পানির বোতল), জয়নাল আবেদীন (গাঁজর), জাহাঙ্গীর আলম (টেবিল ল্যাম্প), বিল্লাল হোসেন বেল্টু (স্ক্রু ড্রাইভার), মুনছুর আলী ( ডালিম) ও মোমিনুর রহমান (পাঞ্জাবি), ২নম্বর ওয়ার্ডে মুন্সি রেজাউল করিম খোকন (গাঁজর), আজম আলী মিলন ( টেবিল ল্যাম্প), আজিজুর রহমান (পাঞ্জাবি), আবুল কালাম (পানির বোতল), আব্দুল আজিজ জোয়ার্দ্দার (ডালিম), আলী হোসেন (ব্রিজ), কামরুজ্জামান বাবলু (উটপাখি), খাইরুল হক (ঢেঁড়শ) ও মহিবুল ইসলাম (ব্লাক বোর্ড)।
৩ নম্বর ওয়ার্ডে মহলদার ইমরান (পানির বোতল), নাজরিন পারভীন (পাঞ্জাবি), আমিরুল ইসলাম (ব্রিজ), আলমগীর হোসেন (টেবিল ল্যাম্প), জাহিদ হোসেন জুয়েল (ডালিম), জাহিদুল ইসলাম সোহেল (উটপাখি) ও শরিফ আহমেদ (গাঁজর), ৪ নম্বর ওয়ার্ডে তারিকুজ্জামান (উটপাখি), দেলোয়ার হোসেন দয়াল (পাঞ্জাবি), মাফিজুর রহমান (টেবিল ল্যাম্প) ও শেখ সেলিম (ডালিম), ৫নম্বর ওয়ার্ডে আলম (উটপাখি), মুন্সি আলাউদ্দিন আহম্মেদ (ব্রিজ), গোলাম মস্তফা শেখ মাস্তার (ডালিম), নাজমুল হক মিন্টু (ব্লাক বোর্ড), মিজানুর রহমান (টেবিল ল্যাম্প), শাহীন উর রশিদ(পাঞ্জাবি) ও সাইফুদ্দিন সবুর (পানির বোতল)।
৬ নম্বর ওয়ার্ডে আজাদ আলি (পানির বোতল), আব্দুল মান্নান জোয়ার্দ্দার (ব্রিজ), আলামিন ইসলাম (উটপাখি), ফরজ আলী শেখ (পাঞ্জাবি), মোনাজাত শেখ (ডালিম), রাশেদুল হাসান (টেবিল ল্যাম্প) ও রফিকুল ইসলাম (গাঁজর), ৭নম্বর ওয়ার্ডে খালিদ মন্ডল (ডালিম), আবুল হোসেন (উটপাখি), আশাবুল হক (ব্রিজ), উজ্জ্বল হোসেন (পাঞ্জাবি), জয়নাল আবেদীন (পানির বোতল), মজনুল হক (টেবিল ল্যাম্প), সাইফুল আরিফ বিশ্বাস (ব্লাক বোর্ড) ও সুমন হোসেন (গাঁজর)।
৮ নম্বর ওয়ার্ডে আবু কাউছার বিশ্বাস (পানির বোতল), আহসান (পাঞ্জাবি), টুটুল মোল্লা (ডালিম), ফিরোজ শেখ ( ব্লাক বোর্ড), শের আলী বিশ্বাস (উটপাখি) ও সাইফুল ইসলাম (গাঁজর), ৯ নম্বর ওয়ার্ডে আতিয়ার রহমান জোয়ার্দ্দার (ডালিম), আমান উল্লাহ (উটপাখি), আলাউল ইসলাম (পাঞ্জাবি), ইব্রাহিম শেখ ইমরান (পানির বোতল), কামরুজ্জামান চাঁদ (টেবিল ল্যাম্প), মফিজুর রহমান মনা (ব্রিজ), শহিদুল কদর জোয়ার্দ্দার (গাঁজর) ও সুমন আহমেদ (ব্লাক বোর্ড)।
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৬৭ হাজার ৮০৮ জন ভোটার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এসময় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেন। অন্যথায় আইন প্রয়োগ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন।।
Leave a Reply