আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইজেরিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিখোঁজ কয়েকশ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক।
নাইজেরিয়ায় একটি মাধ্যমিক স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে ওই স্কুলের কয়েকশ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। দেশটির উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ওই হামলা চালানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর এখন পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা মোটরবাইক নিয়ে এসে বাতাসে গুলি শুরু করে। ফলে মানুষ পালিয়ে যায়।
তারা গভর্নমেন্ট সাইন্স সেকেন্ডারি নামে স্কুলে হামলা চালায়। স্কুলটিতে ৮ শতাধিক শিক্ষার্থী আছে। হামলায় লোকজন ছুটোছুটি শুরু করে দেয়। অনেক শিক্ষার্থীও ভয়ে পালিয়ে যায়।
দেশটির পুলিশ জানিয়েছে, পুলিশ যাওয়ার আগে প্রথমে স্কুলের নিরাপত্তাকর্মীরা হামলাকারীদের বাধা দেন। এরপর পুলিশ হাজির হলে তাদের সাথে গুলি বিনিময় হয়।
এই সুযোগে শিক্ষার্থীরা স্কুলের দেয়াল টপকিয়ে নিরাপদে পালিয়ে যায়। শুরুতে ২০০ শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে তারা ফিরে আসে। তবে স্থানীয়রা জানান, বন্দুকধারীরা অনেক শিক্ষার্থীকে নিয়ে গেছে।
সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :