আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে দর্শনা পৌরসভায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুর রহমান অনিক।।
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে দর্শনা পৌরসভার উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় দর্শনা পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনাকালের জন্যে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মসজিদ, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা ও হাসপাতালে খাবার পরিবেশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন,দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন , বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা পৌরসভার সচিব মনিরুজজামান শিকদার, আওয়ামী লীগ নেতা এরশাদ আলী মাস্টার,দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক কবি আবু সুফিয়ান,দর্শনা ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সিরাজী সহ প্রমূখ।।
আগামীকাল ১৪ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ বুদ্ধিজীবী
স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :