চুয়াডাঙ্গা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় বড়শিতে ধরা পড়ল ১২ কেজির রুই!

Padma Sangbad

অনলাইন ডেস্ক।
রাজবাড়ী সদর উপজেলার পদ্মায় মৎস্য শিকারির বড়শিতে ১২ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার গোদারবাজারঘাট থেকে রবিন নামের এক সৌখিন মৎস্য শিকারির বড়শিতে মাছটি ধরা পড়ে।
রবিন জানান, অনেকদিন ধরেই গোদারবাজারের পদ্মায় এসে শখের বসে মাছ ধরছি।
বুধবার দুপুরের দিকে বাড়ি থেকে এলাকার ছোট ভাই হুছাইনকে নিয়ে পদ্মায় মাছ শিকারে যাই। বড়শি ফেলে দুজনে অনেকক্ষণ বসে থাকি।
সন্ধ্যায় বড়শিটি জোরে টান পড়ে, তখন বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। ১৫ মিনিট সময় নিয়ে বড়শিটি ওঠালে দেখি বড় একটা রুই। এত বড় রুইমাছ বড়শিতে ধরবে কোনোদিন কল্পনাও করতে পারিনি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বর্তমান নদীতে নানা প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। ১২ কেজি ওজনের রুই মাছ নদীতে খুব একটা পাওয়া যায় না বলে জানান ওই কর্মকর্তা।

আপডেট : ১০:৫৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

পদ্মায় বড়শিতে ধরা পড়ল ১২ কেজির রুই!

আপডেট : ১০:৫৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

অনলাইন ডেস্ক।
রাজবাড়ী সদর উপজেলার পদ্মায় মৎস্য শিকারির বড়শিতে ১২ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার গোদারবাজারঘাট থেকে রবিন নামের এক সৌখিন মৎস্য শিকারির বড়শিতে মাছটি ধরা পড়ে।
রবিন জানান, অনেকদিন ধরেই গোদারবাজারের পদ্মায় এসে শখের বসে মাছ ধরছি।
বুধবার দুপুরের দিকে বাড়ি থেকে এলাকার ছোট ভাই হুছাইনকে নিয়ে পদ্মায় মাছ শিকারে যাই। বড়শি ফেলে দুজনে অনেকক্ষণ বসে থাকি।
সন্ধ্যায় বড়শিটি জোরে টান পড়ে, তখন বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। ১৫ মিনিট সময় নিয়ে বড়শিটি ওঠালে দেখি বড় একটা রুই। এত বড় রুইমাছ বড়শিতে ধরবে কোনোদিন কল্পনাও করতে পারিনি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বর্তমান নদীতে নানা প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। ১২ কেজি ওজনের রুই মাছ নদীতে খুব একটা পাওয়া যায় না বলে জানান ওই কর্মকর্তা।