মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২০ ডিসেম্বর (রবিবার) দুপুরে আ.লীগের মেয়র প্রার্থী আব্দুল হান্নান তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, আ.লীগ সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, পৌর আ.লীগের সভাপতি ও সাবেক মেয়র জিএম তালুকদার।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন। সহ সকল নেতৃবৃন্দ।
জমাদান পরবর্তী স্বাক্ষাৎকারে মেয়রপ্রার্থী আব্দুল হান্নান জানান, ‘জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ, তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন।
আশা করি কাজিপুর পৌরবাসী সে মর্যাদা রাখবে, আর আমিও জনগণের মেয়র হয়ে সেবা করে যাবার প্রতিশ্রতি ব্যক্ত করছি।’
এসময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply