আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় চোরায়কৃত মোটর সাইকেল ও মোবাইল ফোনসহ ৪ জন আটক

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়ায় চোরায়কৃত মোটর সাইকেল ও মোবাইল ফোনসহ চোর সদস্যের চারজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত এর নির্দেশনা তদন্ত মামুন অর রশিদের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন জায়গাতে থেকে তাদেরকে আটক করেন। আটকের পর তাদের স্বীকারোক্তি মূলে তাদের হেফাজতে থাকা একটি ১০০সিসির মোটর সাইকেল ও ১৫টি মোবাইল সেট উদ্ধার করেন। সোমবার (২১ ডিসেম্বর) বিকালে কুষ্টিয়া মডেল থানার প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদেরকে জানান। আটকৃত হচ্ছে মোল্লাতেঘরিয়া এলাকার রওশন আলীর ছেলে মিলন, কুমারখালী থানার সাওতা উত্তরপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসান, হররা কামারপাড়া এলাকার জয়নাল শেখের ছেলে সজিব শেখ ও চৌড়হাস এলাকার আনারুল ইসলামের ছেলে নুর ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ আতিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগে কুষ্টিয়া মডেল থানায় একটি মোটর সাইকেল চুরি মামলা দায়ের হয়। এরই ধারাবাহিকতায় তদন্ত করতে গেয়ে এই চোর চক্রের সন্ধান পাই। তাদেরকে জিজ্ঞাসাবাদ মোতাবেক একটি মোটর সাইকেল ও ১৪টি মোবাইল ফোন উদ্ধার করি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :